প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা ভূমি অফিস রয়েছে। এই অফিস ভূমি
মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার
এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এর অধীন পরিচালিত।
শেরপুর সদর উপজেলা ভূমি অফিসের ঠিকানা- শেরপুর থানার মোড় থেকে পশ্চিমে
১০০গজ পরে লাহারী কাচারী মসজিদ সংলগ্ন, শেরপুর সদর, শেরপুলর।
সাধারণ তথ্য :
প্রতিষ্ঠা : ১৯৮৫ খ্রি.।
আয়তন : ৩৬৫.৭০ বগ© কিলোমিটার।
তফছিল : মৌজা-শেরপুর, খতিয়ান – ০১, বি,আর,এস দাগ – ৫২৭৪, জমি-০.৬৮৭৫।
ইউনিয়ন : ১৪(চৌদ্দ) টি।
মৌজা : ১০৫ টি।
হাট-বাজার : ৩৯(ঊনচল্লিশ) টি।
জলমহাল : ২৮(আটাশ) টি।
বালুমহাল : ০২(দুই) টি
খাস পুকুর : ০৩(তিন) টি।
মোট হোল্ডিং সংখ্যা : ১০৭৩৮৫ টি।
২৫(পঁচিশ) বিঘার উর্ধ্বের হোল্ডিং সংখ্যা : ২৫৭(দুইশত সাতান্ন) টি।
জনবল :
ক্রমিক নং পদ মঞ্জুরীকৃত পদ কমরত সংখ্যা শূন্যপদ
১ সহকারী কমিশনার(ভূমি) ০১ ০১ -
২ কানুনগো ০১ ০১ -
৩ সার্ভেয়ার ০১ ০১ -
৪ অফিস সহকারী ০৫ ০৫ -
৫ প্রসেস সার্ভার ০২ ০২ -
৬ চেইনম্যান ০২ ০২ -
৭ এম,এল,এস,এস ০২ ০২ -
অফিসের নাম পদের নাম মঞ্জুরীকৃত পদ কম©রত সংখ্যা শূন্যপদ
পৌর/ইউনিয়ন ভূমি অফিসসমূহ
ইউনিয়ন ভূমি সহকারী কম©কতা© ১২ ০৫ ০৭
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কম©কতা© ১২ ১২ -
এম,এল,এস,এস ২৪ ২৪ -
জমি সংক্রান্ত তথ্য :
মোট জমির পরিমান : ৯১৯৬১.৩৫ একর।
কৃষি জমির পরিমান : ৮০,৮১৯.৩১ একর।
অকৃষি জমির পরিমান : ১১,১৪২.০৪ একর।
মোট খাস জমির পরিমান : ৫,৫২৯.৫৪ একর।
ক) বন্দোবস্তযোগ্য খাসজমির পরিমান : ২৬১০.১৮ একর।
খ) বন্দোবস্তকৃত খাস জমি : ২১২৬.৮৪২৫ একর।
গ) অবশিষ্ট বন্দোবস্তযোগ্য খাসজমির পরিমান : ৪৮৩.৩৩২৫ একর।
ইজারাকৃত অর্পিত সম্পত্তির পরিমান : ৫৮.৪৬ একর ।
আবাসন তথ্য :
ক) আদশ© গ্রামের সংখ্যা : ১টি(কুমড়ারচর)।
খ) আদশ© গ্রামের উপকৃত পরিবারের সংখ্যা : ১০০ টি।
গ) আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা : ২টি (১। চররামজগন্নাথ ২। ঝাউয়েরচর)
ঘ) আশ্রয়ণ প্রকল্পে উপকৃত পরিবারের সংখ্যা: ১০০ টি।
ঙ) আবাসন প্রকল্পের সংখ্যা : ০১ টি(রামপুর মুক্তিযোদ্ধা)।
চ) আবাসন প্রকল্পে উপকৃত পরিবারের সংখ্যা : ৫০ টি।
ছ)গুচ্ছগ্রাম প্রকল্পের সংখ্যা : ০৩ টি(১। সৈকত গুচ্ছগ্রাম ২। গোয়ালপাড়া ৩। গোয়ালগাঁও)।
ছ) গুচ্ছগ্রাম প্রকল্পে উপকৃত পরিবারের সংখ্যা : ১৯৮ টি।
ভূমি উন্নয়ন কর আদায় :
এ ভূমি অফিসে ২০১৪-২০১৫ সনে ভূমি উন্নয়ন করের দাবী ও আদায়ের বিবরণ :
দাবীর ধরণ দাবী ৩১/০৮/২০১৪ পযন্ত আদায় আদায়ের হার
সাধারণ ৬২০৪৬৪৬/- ৬২৭৬৮৯/-
সংস্থা ৩৮৮৫৮৫/- ১৮০২/-
মোট ৬৫৯৩২৩১ ৬২৯৪৯১/-
ভিপি সম্পত্তি সংক্রান্ত তথ্যাদি :
মোট দাবী নথির সংখ্যা নবায়নকৃত নথির সংখ্যা আদায়কৃত টাকার পরিমান নবায়ন হয়নি নথির সংখ্যা মন্তব্য
৩,৪৭,১৪১/- ৩৫ ১১ ৮৭৭০/- ২৪ -
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS